শিবিরের হামলায় আহত যুবলীগকর্মীর মৃত্যু
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জব্বার সাতকিানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
গত ১০ ডিসেম্বর রাতে যুদ্ধপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে এ ঘোষণার পর জব্বারের বাড়িতে হামলা করে ভাংচুর চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
সে সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে জানান জব্বারের বড় ভাই আবদুল মান্নান।
মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রাতেই তাকে (জব্বার) চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার তাকে নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তিনি মারা যান।”
যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় জামায়াত-শিবিরকর্মীরাই তার ওপর হামলা করেছে বলে দাবি করেন মান্নান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্বার সাতকানিয়া যুবলীগের কর্মী ছিল। তার ওপর জামায়াত-শিবিরকর্মীরাই হামলা চালিয়েছে।”
খুলশী থানার উপ পরিদর্শক লোকমান হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে জব্বারের মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
জব্বার সাতকিানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
গত ১০ ডিসেম্বর রাতে যুদ্ধপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে এ ঘোষণার পর জব্বারের বাড়িতে হামলা করে ভাংচুর চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
সে সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে জানান জব্বারের বড় ভাই আবদুল মান্নান।
মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রাতেই তাকে (জব্বার) চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার তাকে নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তিনি মারা যান।”
যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় জামায়াত-শিবিরকর্মীরাই তার ওপর হামলা করেছে বলে দাবি করেন মান্নান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্বার সাতকানিয়া যুবলীগের কর্মী ছিল। তার ওপর জামায়াত-শিবিরকর্মীরাই হামলা চালিয়েছে।”
খুলশী থানার উপ পরিদর্শক লোকমান হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে জব্বারের মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
No comments:
Post a Comment